Home » News » Admission Notification 2024

Admission Notification 2024

ADMISSION NOTICE-2024

যে সমস্ত ছাত্র ছাত্রী একাদশ শ্রেণীতে (বিজ্ঞান ও কলা বিভাগ ) 2024-2025 শিক্ষা বর্ষে এই বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের প্রত্যেককেই নিচে প্রদত্ত link এ Online এ Form-Fill-up করতে হবে।

প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক আসনে Provisionally Admission(as per given Criteria)-এর পর আসন(Seat) খালি থাকলে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধাতালিকা প্রকাশিত হবে ও  তার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। সমস্ত তথ্য Website এ প্রকাশিত হবে।

Provisionally Admission Criteria Details

  • 02-05-2024 থেকে 06.05.2024 (upto 5pm) তারিখের মধ্যে সীমিত সংখ্যক Seat-এ যে সমস্ত ছাত্র ছাত্রী নিম্নলিখিত বিভাগে মাধ্যমিকে উল্লেখিত নম্বর ও তার বেশি পেয়েছে তারা আজ থেকেই সংরক্ষণ তালিকা অনুযায়ী অনলাইনে ভর্তি ফিজ জমা দিয়ে আপাতত প্রাথমিক ভাবে(Provisionally) ভর্তি হতে পারবে ।
  • গ্ৰীষ্মের ছুটির পর বিজ্ঞপ্তি দিয়ে Provisionally ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রী র ADMIT, MARKSHEET, CASTE CERTIFICATE, ORIGINAL TRANSFER CERTIFICATE ও অনলাইনে জমা দেওয়া ভর্তি ফিজের প্রমাণপত্র বিদ্যালয়ের আফিসে যাচাই করা হবে।
  • Criteria এর বাইরে কেউ ভর্তি হলে তার admission cancel হবে.
  • **Provisional Admission Fees: 680.00

Provisional Admission এর Criteria

বিজ্ঞানবিভাগমাধ্যমিকে প্রাপ্ত নম্বর কলাবিভাগমাধ্যমিকে প্রাপ্ত নম্বর
সাধারণ শ্রেণি- (UN RESERVED) 630
তপশিলী জাতি(S.C). 600
অনগ্ৰসর শ্রেণি(OBC-B). 625
অনগ্ৰসর শ্রেণি(OBC-A). 500
তপশিলী উপজাতি(S.T). 450
বিশেষভাবে সক্ষম(P.H). শ্রেণিভিত্তিক উপরোক্ত নম্বর
সাধারণ শ্রেণি- (UN RESERVED) 430
তপশিলী জাতি(S.C). 370
অনগ্ৰসর শ্রেণি(OBC-B). 425
অনগ্ৰসর শ্রেণি(OBC-A). 400
তপশিলী উপজাতি(S.T). 360
বিশেষভাবে সক্ষম(P.H). শ্রেণিভিত্তিক  উপরোক্ত নম্বর

**শিক্ষা দপ্তরের নির্দেশিকা ও বিদ্যালয় পরিচালন সমিতির পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী এই Notice পরিবর্তিত হতে পারে সেক্ষেত্রে Website এ জানানো হবে। ভর্তির সময় সীমা পরিবর্তিত হতে পারে। 

**for Subject Combination please see our previous Notice

** OTHER BOARD STUDENTS CAN TAKE ADMISSION IF HE/SHE HAS ABOVE PERCENTAGE OF MARKS

Form-1. Click here for Provisional Admission (শুধুমাত্র উপরোক্ত শর্তানুযায়ী  নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের জন্য) 

** যারা উপরে উল্লিখিত Marks না থাকার জন্য Provisional Admission নিতে পারছে না বা এখন শুধুমাত্র Admission Form Fill up করতে চায়  তারা  নিচের form টি fill-up করতে পারে।

Form-2. Click here for Form Fill-up only (সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য)

** Link closed on 07.05.2024

Contact at school Office physically (from 11.30am to 01.30pm except Sunday) for support.

আমাদের বিদ্যালয়ে যে সমস্ত বিষয় গুলি তোমরা নিতে পারবে সেগুলি নিচে দিলাম।


1st Language : Bengali(BNGA)
2nd Language: English(ENGB)

Set-I : SCIENCE STREAM

  1. Physics OR Nutrition
  2. Chemistry OR Geography
  3. Biological Science
  4. Mathematics
  5. Statistics
  6. Economics
  7. Computer Science
  8. Data Science OR Artificial Intelligence

SET-III FOR ARTS OR HUMANITIES STREAM

  1. Geography
  2. Modern Computer Application or Health and Physical Education
  3. Nutrition or Education
  4. POLITICAL SCIENCE OR Biological Science
  5. HISTORY or Statistics
  6. PHILOSOPHY
  7. Mathematics OR SANSKRIT
  8. Economics

প্রধানশিক্ষক

বাঁকুড়া বঙ্গবিদ্যালয় বাঁকুড়া

 

প্রধানশিক্ষক

বাঁকুড়া বঙ্গবিদ্যালয় বাঁকুড়া


Leave a comment